শরীর
- আতিক রহমান ২৯-০৪-২০২৪

তোমার ফুটন্ত জ্বলন্ত যৌবন নদী
আমার কামার্ত তৃষ্ণার্ত কায়া ,
যোজন যোজন দূরে বসবাস
তবু শরীর ভোলে না শরীরের মায়া ।

আমার শরীর জাগে শরীরের নিয়মে
তোমার ঢেউয়ের ভাঁজে তুমি হও আলোকিত ,
কামনার্ত অমাবস্যার লোলুভ প্রতাপে
রহস্যময়ী পূর্ণিমা ভীষন পরাজিত ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।